Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

               ”উপজেলা সমবায় কার্যালয়,শাজাহানপুর,বগুড়ার ওয়েবসাইটে স্বাগতম”


প্রকাশনা

লিচুতলা মানব কল্যাণ সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতি লিঃ
বেতগাড়ী, শাজাহানপুর, বগুড়া।
রেজিঃ নং- ১৪৪/১৩
নিজেদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকায় ২০ জন সদস্য মিলে একটি সমবায় সমিতি গঠন করে সমবায় বিভাগ থেকে নিবন্ধন নেয়। নিবন্ধন নং- ১৪৪ তারিখ ০৬/০৬/২০১৩ খ্রি। নিবন্ধন পরবর্তীতে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে সমিতি পরিচালনা করায় সমিতিটি বর্তমানে একটি অনুসরণীয় ও অনুকরণীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং বগুড়া জেলার সমবায় অঙ্গনে নিজস্ব কর্মকান্ডের দ্বারা স্থান করে নিয়েছে।
সদস্য সংখ্যা ও বিভিন্ন কর্মসূচি ঃ-
নিবন্ধন কালে সমিতির সদস্য সংখ্যা ছিল ২০ জন বতমানে সমিতির সদস্য সংখ্যা ১৮৫ জন। ১১ বছরে সদস্য বৃদ্ধিতে সাফল্য অর্জন করেছে ঋণ কার্যক্রম, সামাজিক উন্নয়ন ও স্বকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে।
কার্যক্রমের বর্ণনা ঃÑসদস্যদের সাধ্যমতো শেয়ার ও সঞ্চয় জমা করা, চাহিদা ভিত্তিক ঋণ বিতরণ, মৌসুমী ঋণদান, কৃষি আবাদের জন্য ঋনদান, মৎস খামার, হাঁস-মুরগী খামার , গরু ছাগল পালন, ক্ষুদ্র ও কুটিরশিল্প, ছোট দোকান প্রতিষ্ঠান এবং ছোট গনপরিবহন ( ভ্যান, রিকশা) ক্রয় বা মেরামতের জন্য ঋণদান। আন্যান্য গুলোর মধ্যে হিজরাদের পুর্নবাসন, প্রতিবন্ধীদের স্ব-নির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন। বিশেষ করে সেলাইয়ের বাস্তবমুখ প্রশিক্ষণ। মেধাবী ছাত্র-ছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদান।
বিগত বছরগুলোর কর্মকান্ডের বর্ণনাঃÑ
সদস্যদের সাধ্যমতো শেয়ার ও সঞ্চয় জমা করা, চাহিদা ভিত্তিক ঋণ বিতরণ, মৌসুমী ঋণদান, কৃষি আবাদের জন্য ঋনদান, মৎস খামার, হাঁস-মুরগী খামার , গরু ছাগল পালন, ক্ষুদ্র ও কুটিরশিল্প, ছোট দোকান প্রতিষ্ঠা এবং ছোট গনপরিবহন ক্রয় বা মেরামতের জন্য ঋণদান। আন্যান্য গুলোর মধ্যে হিজরাদের পুর্নবাসন, প্রতিবন্ধীদের স্ব-নির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন। বিশেষ করে সেলাইয়ের বাস্তবমুখী প্রশিক্ষণ। মেধাবী ছাত্র-ছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণ ও আথিক সহায়তা প্রদান।
কর্জ দাদনঃÑসমিতি থেকে সদস্যদের মাঝে গাভি পালন, ছাগল পালন, হাঁস-মুরগী পালন, সেলাই শিক্ষা ও ব্লক বাটি এবং ক্ষুদ্র ব্যবসাখ্যাতে কর্জ দাদন করা হয়। ২০২১-২০২২ অর্থবছরে সদস্যদের মাঝে ২৩,৯৬,০০০/- টাকা কর্জ দাদন করা হয়েছে। কর্জ আদায় ২১৪৮১৪৬০০/- টাকা। সমিতি থেকে কর্জ গ্রহণের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ১৬২ টি পরিবার উপকৃত হয়েছে। কর্জ দাদনের মাধ্যমে সুবিধা বঞ্চিত নারীদের ভাগ্য উন্নয়নে অগ্নিশিখা হিসেবে কাজ করছে। কর্জ প্রদানের পাশাপাশি সদস্যদের উল্লিখিত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়



সমিতির সাফলতাঃÑ
সমিতির শুরু থেকেই সমবায় বিধি ও আদের্শের প্রতি আমরা শ্রদ্ধাশীল। সদস্য বৃদ্ধি, শেয়ার সঞ্চয় বৃদ্ধি ও বিভিন্ন সামাজিক কার্যক্রমের এবং স্বকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সমিতিটি সফল করা সম্ভব হয়েছে। সমবায় দিবস ২০১৮ইং তে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে স্থান পেয়েছে। ৪৯তম জাতীয় সমবায় দিবস ২০২০ইং তে শ্রেষ্ঠ মডেল সমবায় হিসাবে পুরস্কার প্রাপ্ত এবং ৫২তম জাতীয় সমবায় দিবস ২০২৩ইং তে শ্রেষ্ঠ সমবায় সমিতিতে প্রথম স্থান অধিকার করেছে।



কীভাবে সফল হলোঃÑ
সমিতির শুরু থেকেই সমবায় বিধি ও আদের্শের প্রতি আমরা শ্রদ্ধাশীল। সদস্য বৃদ্ধি, শেয়ার সঞ্চয় বৃদ্ধি ও বিভিন্ন সামাজিক কার্যক্রমের এবং স্বকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সমিতিটি সফল করা সম্ভব হয়েছে।





অডিট সম্পর্কিত তথ্যঃÑ
সমিতির নিব্ধনের পর থেকে যথাসময়ে অডিট করা হয়েছে। গত ২৩/০১/২০২২ খ্রি:মোঃ আব্দলু মজিদ যুগ্ন নিবন্ধক বিভাগীয় সমবায় দপ্তর রাজশাহী অডিট করেন। অডিটের সময় সকল রেজিষ্টার হাল-নাগাদ পাওয়া গিয়েছে। অডিটের সময়ে অডিট বিষয়ে কোন বিরূপ মন্তব ছিল না।




আর্থসামাজিক উন্নয়নে ভ’মিকা ঃÑ
প্রতিবন্ধীদের স্ব-নির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, সেলাইয়ের বাস্তবমুখী প্রশিক্ষণ, মেধাবী ছাত্র-ছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণ ও আথিক সহায়তা প্রদান। গরিব সদস্যদের মাঝে ঈদ সমগী চাল, আলু, পেয়াজ, ডাল, লবণ, সেমাই, চিনি, সয়াবিন তেল, গুড়া দুধ, সাদা সেমাই , লেবু এবং মাস্ক বিতরণ করা হয়।
ব্যবস্থাপনা কমিটি ঃÑ
৬ সদস্য বিশিষ্ট ব্যাবস্থাপনা কমিটি দ্বারা সমিতি পরিচালিত হচ্ছে। প্রতি মাসে নিয়মিত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ব্যবস্থপনা কমিটির সভায় বিগত মাসের আয়-ব্যয় অনুমোদন, সদস্য ভর্তি, কর্জ দাদন, কর্জ আদায় এবং ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনা গ্রহণ করত। পরিকল্পনা অনুযায়ী সমিতি পরিচালিত হচ্ছে।



বাষিক সাধারণ সভা ঃÑ
উপজেলা কর্মকর্তাদের উপস্থিতিতে বাষিক সাধারণ সভা করা হয়। গত বাষিক সাধারণ সভায় সদস্য সংখ্যা ১৮৫ জনের মধ্যে ১৬৬ জন উপস্থিত ছিল। উক্ত উপস্থিতি সমিতির জবাব দিহিতার উল্লেখযোগ্য প্রমাণক।
উপসংহার
শেখ হাসিনার দর্শন সমবায় উন্নয়নে লক্ষ্যে লিচুতলা মানব কল্যাণ সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতি লিঃ এর মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে সমিতি সভাপতি ও সম্পাদক বিশেষ ভ’মিকা রাখছেন। ভবিষ্যতে সমিতিটি উত্তরেত্তর সাফল্যের দিক এগিয়ে যাক।